রেডিসনে তিন দিনব্যাপী ঈদ শপিং ফেস্টের বর্ণাঢ্য উদ্বোধন

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক : মেয়র

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

শিক্ষা, দক্ষতা বৃদ্ধিসহ নানামুখী বিনিয়োগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের উদ্যোগে নগরীর রেডিসন ব্লু বে ভিউতে তিন দিনব্যাপী ঈদ শপিং ফেস্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। শিক্ষা, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণসহ নানামুখী বিনিয়োগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার আন্তরিক। এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদকে আমি ধন্যবাদ জানাই নারী উদ্যাক্তাদের এগিয়ে নিতে প্রতি বছর তিন থেকে চারটি মেলার আয়োজন এ পাঁচ তারকা হোটেলে করে থাকেন তিনি। তাঁর হাত ধরে অনেক নারী উদ্যোক্তা এগিয়ে এসেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনের সিইও মানজুমা মোর্শেদ, মাস্টার কার্ড কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, পাঁচলাইশ আবাসিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম। এ মেলার পৃষ্ঠপোষকদের মধ্যে অন্যতম টাইটেল পার্টনার হলো মাস্টার কার্ড। এছাড়াও রয়েছে গোল্ড পার্টনার মুন্নু সিরামিক, সিলভার পার্টনার এস্টে মেডিকেল বাংলাদেশ, মিডিয়া পার্টনার দ্য ডেইলি স্টার এবং স্ট্র্যাটেজিক পার্টনার দ্য প্রেস্টিজ ম্যাগাজিন। তিনদিন ব্যাপী এ শপিং ফেস্ট আজ ও আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এক ছাদের নীচে পরিপূর্ণ কেনাকাটা প্রদান করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য। এই ইভেন্টটি ঢাকা, চট্টগ্রাম, দুবাই, ভারত, পাকিস্তান এবং এর বাইরেও বন্দর নগরী প্রাণকেন্দ্রের ৭০+ প্রিমিয়াম ব্র্যান্ড নিয়ে আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে রয়েছে পোশাক, গহনা, ঘর সাজানোর আনুষঙ্গিক এবং লাইফস্টাইল ব্র্যান্ডসহ বিভিন্ন পণ্যের সমাহার।

পূর্ববর্তী নিবন্ধবেনজীরের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আদালতের
পরবর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম ও মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে