হাটহাজারীতে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগে ৪ জন কারাগারে

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ১০:৫৭ অপরাহ্ণ

হাটহাজারীতে থানা ভবন, ভূমি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে পুলিশ গ্রেপ্তার করার পর কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলো মো. কামরুদ্দিন (২৮), আখতার মিয়া (৫৫), বখতিয়ার উদ্দিন (২৩) ও সাদেকী সাঈদ মুছা (১৯)।
গতকাল বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাতে তাদের উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কামরুদ্দিন হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। বাকি তিনজন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
তবে স্থানীয় সূত্র বলেছে, তারা হেফাজতে ইসলামের কর্মী হিসেবে পরিচিত।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির আজ বিকেলে গণমাধ্যমকে বলেন, “চারজনকে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।”
রিমান্ড আবেদন করা হয়েছে কি না এ প্রশ্নের জবাবে এখনও এ সংক্রান্ত কোনো কাগজপত্র পাননি বলে উল্লেখ করেন তিনি।
পুলিশ সূত্র চারজনকে হাটহাজারী থানায় রেকর্ডকৃত ছয় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানায়।
এ ব্যাপারে জানার জন্য গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডে স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধকরোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৮১ হাজার জন