নিউজিল্যান্ডে স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৮ এপ্রিল, ২০২১ at ৯:৫৪ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের ক্যান্টারবারি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী স্টুডেন্ট এসোসিয়েশন (বিএসএইউসি)-এর পক্ষ থেকে গত ২৭ মার্চ উদযাপিত হয় ৫০তম মহান স্বাধীনতা দিবস।
ক্রাইস্টচার্চের ডাভডেল ক্যাম্পাসের জ্যাক মান অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনা করেন এসোসিয়েশনটির সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিশফাকুল কবির (অভ্র)।
এই বিশেষ অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাতের জন্য পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে ছোট্ট শিশু রায়ীদ।
তারপর উপস্থিত সকলের অংশগ্রহণে সম্মিলিত কণ্ঠে মহান জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস পালন কর্মসূচির প্রথম অংশে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনটির সদস্য নাশরাহ নাহরীন। তিনি তার বক্তব্যে দিনটির ঐতিহাসিক পটভূমি স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশীদের জীবনে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানটিতে ২০ মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ৫০ বছরে বাংলাদেশের অর্জিত সাফল্য, ঈর্ষণীয় অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক উন্নয়নসমূহ তুলে ধরা হয়।
পরবর্তীতে, বিশেষভাবে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তর্ভুক্ত ছিল দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, একক এবং যুগল সংগীত।
মো. আওরঙ্গজেবের শ্রুতিমধুর কণ্ঠে গাওয়া, ‘লও সালাম, সাথী হও হুঁশিয়ার…. ’ এবং ‘মৃত্যুর উত্তাল সমুদ্র পেরিয়ে……’ গান দু’টি শ্রোতাদের মধ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত করে।
বিএসএইউসি-এর কোষাধ্যক্ষ মৌটুসী তানহার রচিত কবিতা আবৃত্তি করেন মোহাম্মদ মিশফাকুল কবির (অভ্র)।
এছাড়াও এসোসিয়েশন-এর সম্মানিত সদস্য মোনালি আলম-এর সুরেলা কণ্ঠের বহুল পরিচিত দেশাত্মবোধক গান ‘এক নদী রক্ত পেরিয়ে …’ শ্রোতাদের প্রশংসা কুড়ায়।
মো. আওরঙ্গজেবের ‘তীরহারা এই ঢেউ এর সাগর…’ গানটির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণায় বিএসএইউসির পক্ষে বিএসএইউসি-এর সভাপতি ও সিনিয়র প্রভাষক ড. মেসবাহউদ্দিন চৌধুরী অনুষ্ঠানটির আয়োজক কমিটি বিশেষত অভ্র, সাগর, মৌটুসী এবং এমরুল আহসান মেহেদিসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানকে সফল করতে কঠোর পরিশ্রমের জন্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একইসাথে বাংলাদেশের শিল্পকারখানা, গবেষণা ও অর্থনৈতিক উন্নতি সাধনের মূল চাবিকাঠি হিসেবে বিশ্ববিদ্যালয়-শিল্পকারখানা যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা সম্মন্ধে আলোকপাত করেন তার মনোমুগ্ধকর ভাষা শৈলী দিয়ে।
সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আলোচনার পরে সমস্ত অংশগ্রহণকারী এবং অতিথিবৃন্দ বিএসএইউসি কর্তৃক আয়োজিত রাতের খাবার উপভোগ করেন।

পূর্ববর্তী নিবন্ধমামুনুলের পক্ষ নিয়ে পদ হারালেন রাঙামাটি পৌর ছাত্রলীগ নেতা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগে ৪ জন কারাগারে