হাটহাজারীতে প্রতিবন্ধীর ওপর হামলার প্রধান আসামী গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জুলাই, ২০২১ at ৮:৪২ অপরাহ্ণ

হাটহাজারীতে এক প্রতিবন্ধীর ওপর হামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. হারুনকে এক বছর পর গ্রেফতার করেছে থানা পুলিশ।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর এলাকা থেকে তাকে গতকাল সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। হারুন এই এলাকার মো. হোসেনের পুত্র।
সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৪ মে রাতে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার শারীরিক প্রতিবন্ধী ইয়াসিনের ওপর হামলা চালায় হারুনের নেতৃত্বে একদল কিশোর।
হামলায় প্রতিবন্ধী ইয়াসিন গুরুতর আহত হয়। সে দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় আহত ইয়াছিন বাদী হয়ে একটি মামলা করে।
মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গ্রেফতারি পরোয়ানার আসামি হিসাবে থানা পুলিশ হারুনকে গত সোমবার দিবাগত রাতে গ্রেফতার করে।
এই বিষয়ে জানতে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা হারুন নামে এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারের কথা স্বীকার করেন।
গ্রেফতারকৃত হারুনকে আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুই আওয়ামী নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
পরবর্তী নিবন্ধপশ্চিম মাদারবাড়ি থেকে চুরি যাওয়া স্টিল উদ্ধার, গ্রেফতার ৪