হজ : বিমান ভাড়া ৪৮ হাজার টাকা কমানোর সুপারিশ

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সংসদীয় কমিটির হজ যাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করেছে। হজের উচ্চ ব্যয় নিয়ে আলোচনার মধ্যে এবার হজ যাত্রীদের বিমান ভাড়া প্রায় ৪৮ হাজার টাকা কমাতে বলেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে আসন্ন হজের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনার পর কমিটি হজের ব্যয় বাড়ায় হজ যাত্রীদের বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করে। খবর বিডিনিউজের।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজে খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এ অঙ্ক গতবারের চেয়ে দেড় থেকে দুই লাখ টাকা বেশি, যা দেখে হজের ইচ্ছা পূরণ করতে পারছেন না বলে অনেকেই জানিয়েছেন। এ কারণে দুই দফায় সময় বাড়িয়েও কাঙ্ক্ষিত হজযাত্রী না পেয়ে নিবন্ধনের সময় তৃতীয় দফায় আরও নয় দিন বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। বর্ধিত এই সময়সীমা শেষ হবে আজ।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে জাতীয় পার্টি তিনশ আসনে প্রার্থী দিবে
পরবর্তী নিবন্ধমাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার