স্বাস্থ্য ঝুঁকিতে জবির ছাত্রী হলের শিক্ষার্থীরা

| সোমবার , ২৩ মে, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে খাবারের মান ভালো না হওয়ায় শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে রয়েছে তীব্র অসন্তোষ। হলের কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে জানা যায়, মাছ ঠিকমতো না ধোয়ার কারণে শুটকি মাছের মতো গন্ধ বের হয়। মাংসের ক্ষেত্রেও একই অবস্থা। অথচ খাবারের দাম চড়া। মাসে প্রায় ৩০০০-৪০০০ টাকা খরচ হয় খাবার বাবদ।

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হয় খাবার, রাখা হয় ঢাকনা ছাড়া। খাবার আশপাশে মাছি পড়ে থাকতে দেখা যায়। এছাড়া হলের পরিবেশও দিন দিন নোংরা হয়ে যাচ্ছে। এ বিষয়ে হলের ক্যান্টিন পরিচালকরা খাবারের মান ঠিক আছে এবং দামও ঠিক আছে এমন দাবি করলেও বাস্তবে দেখা যায় ভিন্নতা। কিছুদিন আগেও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলো ছাত্রী হলের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থী।

ছাত্রী হলের এই সমস্যাগুলো সমাধানের জন্য এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। খাবারের মান নিশ্চিত করলে স্বাস্থ্যঝুঁকি থেকে বেরিয়ে আসতে পারবে হলে থাকা সহস্রাধিক শিক্ষার্থী। এ বিষয়ে হল প্রভোস্ট ও কর্তৃপক্ষের সুনজর একান্ত কাম্য।

ফারহানা খানম
শিক্ষার্থী
ইংরেজি বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসমাচার দর্পণ : প্রথম বাংলা সংবাদপত্র
পরবর্তী নিবন্ধনেভালে নিরাপদ, স্বাস্থ্যসম্মত বাসযোগ্য পরিবেশ চাই