স্বাধীনতা

ডালিয়া নাহার | বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

দুই হাত প্রসারী দিগন্তে
ভোরের স্বচ্ছ সূর্যালোকে
পরম আরাধ্য স্বাধীনতা সহস্র জনমে।

শত বছরের গ্লানি
শেকল ভাঙার ঐকতান
ধ্রুপদী সংগীত স্বাধীনতা
দৃপ্ত চেতনায় ওঠে বেজে।

দাবাতে পারেনি তাদের
হানাদারের কাল রাত্রির শোকগাথা
দামাল ছেলেরা মৃত্যু নিবে তবু
শৃঙ্খল মেনে নিবে না।

সব নদী এঁকেবেঁকে এসে
একই স্রোতধারায় মিশে
মায়ের অশ্রু বোনের হারানো সম্ভ্রম
ইতিহাসের পাতায় রচে
মহার্ঘ্য স্বাধীনতা।

স্রোতস্বিনী কর্ণফুলী উজানে বয়
ভুলতে চলেছি ইতিহাস
এ কেমন প্রলুব্ধ সময়।

অশ্রুত কষ্টের ফেনায়িত বুদবুদ
বুকের মাঝে জমাট কান্নার নদী
দূর নক্ষত্র নির্বাক চেয়ে রয়
চরম মূল্য দিয়ে কেনা
স্বাধীনতা চেতনার অবক্ষয়।

উদার আকাশ লজ্জায় নত
ধূসর মেঘ ঢেকে দিতে চায়
গৌরব অর্জন যতো।
শোধ করার প্রয়াসে রক্তঋণ
জেগে উঠুক সত্তা আবার
এই হোক আজকের ব্রত।

পূর্ববর্তী নিবন্ধ১৩শ যাত্রী নিয়ে গভীর সমুদ্রে আটকে যায় ‘বে ওয়ান’
পরবর্তী নিবন্ধআগুনমুখী ফাগুন