সোয়া সাত ঘণ্টা পর চলল ট্রেন

ঢাকা-চট্টগ্রাম রুট

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের পর সোয়া ৭ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভবিক হয়েছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম রুটের অনেক ট্রেন দুর্ঘটনাস্থলের আগে ও পরের স্টেশনে অবস্থান নেয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টা ২৮ মিনিটে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। বগি উদ্ধারের পর বিকেল ৫টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে বলেন, চট্টগ্রাম থেকে সকালে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস এবং নোয়াখালী থেকে ছেড়ে যাওয়া উপকূল এক্সপ্রেস দেরিতে পৌঁছেছে। অন্যান্য ট্রেন ঠিকমতো ছেড়ে গেছে। টঙ্গী রেলস্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গীর কেরানিরটেক এলাকায় পৌঁছলে সকাল ১০টা ২৮ মিনিটে এর তিনটি বগি লাইনচ্যুত ও বেশ কিছু রেলপথ ক্ষতিগ্রস্ত হয়। এতে ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তবে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল অব্যাহত ছিল।
দুর্ঘটনার পর রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খাইরুল কবিরকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদিনমজুর থেকে ৪৬০ কোটি টাকার মালিক সেই নুরুল কারাগারে
পরবর্তী নিবন্ধআইনমন্ত্রীর সাথে বৈঠক শীঘ্রই, ভালো কিছুর প্রত্যাশা