আইসিজে’র নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২৭ পূর্বাহ্ণ

গাজার রাফায় ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) নির্দেশের কয়েকমিনিটের মধ্যেই তা অমান্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিবিসি জানায়, আইসিজে’র রায় ঘোষণার কিছুক্ষণ পরই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গিবিমান। হামলাস্থলের কাছাকাছি কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে বলেন, তুমুল বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা অভিযানস্থলে পৌঁছতে পারছেনা। খবর বিডিনিউজের। দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানিতে শুক্রবার হেগভিত্তিক জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে ইসরায়েলকে রাফা হামলা অবিলম্বে বন্ধ করতে বলার পাশাপাশি রাফার মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া, গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে।

কিন্তু ইসরায়েলের এসব নির্দেশ মানার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং আইসিজে’র রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল বলছে, তাদের জনগণকে সুরক্ষা দেওয়ার অধিকার আছে তাদের।

পূর্ববর্তী নিবন্ধহাইতিতে চোরাগোপ্তা হামলায় মার্কিন মিশনারি গোষ্ঠীর ৩ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধকেউ আমাকে পাগল ভাবতে পারেন কিন্তু আমি ঈশ্বরপ্রেরিত : মোদী