হাইতিতে চোরাগোপ্তা হামলায় মার্কিন মিশনারি গোষ্ঠীর ৩ সদস্য নিহত

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২৬ পূর্বাহ্ণ

হাইতিতে অপরাধী দলের চোরাগোপ্তা হামলায় এক মার্কিন খ্রিস্টান মিশনারি গোষ্ঠীর তিন মিশনারি নিহত হয়েছেন। তাদের গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে এক দম্পতি রয়েছেন। নিহতরা হলেন, নাটালি লয়েড (২১), তার স্বামী ডেভি লয়েড (২৩) ও হাইতিয়ান জুড মন্টেস (২০)। তারা একটি গির্জা থেকে বের হওয়ার পরই বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলার শিকার হন।

নাটালি যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্যের আইনপ্রণেতা বেন বেকারের কন্যা। খবর বিডিনিউজের।

বেকার তার কন্যা ও জামাইয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, গতকাল সন্ধ্যায় অপরাধী দলের হামলার শিকার হয়ে তারা উভয়েই নিহত হয়েছে। তারা একসঙ্গে স্বর্গে চলে গেছে। আমার হৃদয় টুকরো টু্‌করো হয়ে গেছে। এ ধরনের বেদনা কখনোই অনুভব করিনি। এই দম্পতি ২০২২ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার পূর্ণ সময় মিশনারি হিসেবে কাজ করতেন।

পূর্ববর্তী নিবন্ধতাসকিনকে শুরু থেকে পাওয়ার আশা বিশ্বকাপে
পরবর্তী নিবন্ধআইসিজে’র নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলের হামলা