উখিয়ায় ১০ কোটি টাকার আইসসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব। গত ২৪ মে রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার আকিজ পাহাড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের এসব আইস উদ্ধার করে। র‌্যাব১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, কক্সবাজারের উখিয়া রাজাপালংয়ের আকিজ পাহাড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ পালানোর চেষ্টাকালে মাদক কারবারী মোহাম্মদ রফিককে (৩৮) আটক করা হয়। তিনি কুতুপালং ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লকবি/২ এর মৃত ইব্রাহিমের ছেলে। তার দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে দশ কোটি টাকা মূল্যের ২ কেজি আইস উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি মেডিকেল : ১২শ আসন খালি, কারণ খোঁজার তাগিদ
পরবর্তী নিবন্ধসরকার সকল ধর্মের বিশ্বাসীদের নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়