সুবিধাবঞ্চিতদের জন্য সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান

লায়ন্স জেলার রিজিওনাল জোনাল কনফারেন্স

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল্‌, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের রিজিওনাল জোনাল কনফারেন্স নগরীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটে রিজিওনাল জোনাল কনফারেন্স কমিটির চেয়ারম্যান রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন মো. ইমতিয়াজ ইসলামের সভাপতিত্বে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল সম্পন্ন হয়েছে।
প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে প্রাক্তন জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন কবির উদ্দিন ভূইয়া, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মো. মোস্তাক হোসাইন, লায়ন মো. মঞ্জুর আলম মঞ্জু, লায়ন নাছির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মো. মোসলেহ উদ্দিন খান, জিএমটি কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জিএলটি কো-অর্ডিনেটর লায়ন ওসমান গনি, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন জি কে লালা, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম কামরুল ইসলাম পারভেজ, জয়েন্ট কেবিনেট ট্রেজারার লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, রিজিয়নাল জোনাল কনফারেন্স কমিটির সেক্রেটারি লায়ন জাহানারা বেগম, রিজিওনাল জোনাল কনফারেন্স কমিটির ট্রেজারার লায়ন তারেক কামাল, জোন চেয়ারপার্সন-১ লায়ন গাজী মো. শহিদুল্লাহসহ লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর বহু লায়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জেলার সকল কার্যক্রমের ও রিজিওনাল এবং জোনাল রিপোর্টের উপর প্রকাশিত স্মারকের মোড়ক উম্মোচন করা হয়। সকল কনসার্ন রিজিয়ন এবং জোন চেয়ারপার্সন তাদের ক্লাবসমূহের সারা বছরের কার্যক্রমের উপর রিপোর্ট পেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে লায়ন্স জেলার সকল লায়ন নেতৃবৃন্দকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে তাদের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য উদাত্ত আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ-সাতকানিয়ার সড়ক নিয়ে ভোগান্তির দিন শেষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের নির্বাচন আজ