আদর্শিক প্রজন্ম গঠনে সুশিক্ষার বিকল্প নেই

লিয়াকত স্মৃতি সংসদের সংবর্ধনা অনুষ্ঠানে চবি ভিসি

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবু তাহের বলেছেনবর্তমান শিক্ষা ব্যবস্থায় নিরন্তর শিক্ষিত মানুষ সৃষ্টি হচ্ছে বটে, তবে সুশিক্ষিত মানুষের সংখ্যা অপেক্ষাকৃত অপ্রতুল। ফলে সামাজিক ও রাষ্ট্রকাঠামোতে ক্রমাগত তৈরি হচ্ছে অসহিষ্ণুতা ও অস্থিরতা। এমনকি সুশিক্ষার অভাবেই সামাজিক শৃংখলার ব্যত্যয় ঘটছে প্রতিনিয়ত। তাই জাতীয় জীবনে একটি আদর্শিক প্রজন্ম গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

সংসদের পরিচালক মুহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে ও মুহাম্মদ মুনির উদ্দিন এবং মুহাম্মদ শহীদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আবু তাহের এবং প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ স্বাগত বক্তব্য রাখেন এবং সংসদের সচিব মুহাম্মদ মাসরুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সংস্থার উপদেষ্ঠা কাজি মুহাম্মদ জসিম উদ্দিন, এম ইব্রাহীম আখতারী, স ম হামেদ হোসাইন, এইচ এম মুজিবুল হক শাকুর, এম ওয়াহেদ মুরাদ, জয়নাল আবেদিন জিহাদী, সাবেক পরিচালক ইঞ্জি: মুহাম্মদ আরিফ উদ্দিন, কাজী মুহাম্মদ আহসানুল আলম, মোহাম্মদ ফোরকান, ফরহানুল ইসলাম কাওছার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সৈকতে ভেসে এলো তরুণীর মরদেহ
পরবর্তী নিবন্ধব্যবসায়ীদের স্মার্ট বিনিয়োগ সেবা গ্রহণের জন্য প্রস্তুত হতে হবে