চন্দনাইশ-সাতকানিয়ার সড়ক নিয়ে ভোগান্তির দিন শেষ

দুটি সড়কের উন্নয়ন কাজ উদ্বোধনে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৫ পূর্বাহ্ণ

শুক্রবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ৮৭ লাখ টাকা ব্যয়ে চন্দনাইশের দক্ষিণ হাশিমপুর মাষ্টার জামাল আহমদ খান চৌধুরী সড়ক ও কাঞ্চনাবাদ হাইস্কুল সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী। এসময় তিনি বলেন, এখন আর সড়ক নিয়ে চন্দনাইশ-সাতকানিয়ার জনগণকে ভোগান্তি পোহাতে হয়না। চন্দনাইশের প্রায় প্রতিটি জনগুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ শেষ হয়েছে। সাতকানিয়ার ৬ ইউনিয়নেও উন্নয়ন কর্মকান্ড অব্যাহত আছে বলে জানান তিনি।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে অবকাঠামোগত উন্নয়নে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশের এই চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু, উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, তামান্না জাহান, আ’লীগ নেতা আবদুল মালেক রানা, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুল শুক্কুর কোম্পানী, বরকল ইউপি চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরী, হাশিমপুর ইউপি চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের জন্য সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান