দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে শুদ্ধাচার খুবই গুরুত্বপূর্ণ

প্রশিক্ষণ কর্মশালায় চবি উপাচার্য

| মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য ‘শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা’ গতকাল সোমবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশরুমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্যদ্বয়। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তানজিনা শারমিন নিপুনের সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন একাউন্টিং বিভাগের প্রফেসর ড. মো. আনোয়ারুল কবীর। এতে আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. কমল দে ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালায় ৫০ জন কর্মচারী শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেন।

উপাচার্য বলেন, দুর্নীতি রোধে, সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে শুদ্ধাচার খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে অফিসের নিয়মশৃংখলা মেনে চলা, যথাসময়ে অফিসে আগমন ও প্রস্থান, সময়ের প্রতি নিষ্ঠাবান থাকা, সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, নীতিনৈতিকতা, মানবীয় গুণাবলী অর্জন, শিষ্টাচার ও সুন্দর আচরণের মাধ্যমে সেবাপ্রার্থীদের যথাসময়ে সেবা প্রদান নিশ্চিত করা ইত্যাদি আয়ত্তকরণে এ শুদ্ধাচার প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, প্রত্যেক কর্মী তার কাজের মাঝে আনন্দ খুঁজে নিলে যে কোন কঠিন কাজই সহজে বাস্তবায়ন সম্ভব। ৪র্থ শিল্প বিপ্লবের অগ্রযাত্রায় আমাদেরকে যত দ্রুত সম্ভব ‘ইনথি’র যুগে প্রবেশ করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সংশ্লিষ্ট সকলকে অধিকতর সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করে চবিকে আর্ন্তজাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার রাজিয়া হত্যা মামলার প্রধান আসামি মুরাদপুর থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধনিবন্ধন ছাড়াই নাম করা কোম্পানির নামে আইসক্রিম তৈরি, জরিমানা