সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনন্দ মোহন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র চৌধুরী। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিঠু কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ারা প্রেসক্লাবের সহ সভাপতি খালেদ মনছুর,সহকারি প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিকাশ দাশ, সহকারি শিক্ষক সৃজন কান্তি পাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিংহরা ওয়ার্ডের ইউপি সদস্য ধনঞ্জয় বিশ্বাস ভোলা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. ইউনুছ,রুপেশ সরকারসহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি,বিশেষ অতিথি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট তুলে দেওয়া হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের যার যে বিষয়ে মনোযোগ বেশি সেই বিষয়ে পড়াশোনা করা উচিৎ। শিক্ষার্থীদের জোর করে কোনো কিছু চাপিয়ে দেয়া ঠিক নয়। তবে বর্তমানে দেশে আইটি খাতে দক্ষ লোকজন বেশি প্রয়োজন। শিক্ষার্তীদের সেদিকে মনোযোগ দেয়া দরকার। আগামীতে ষষ্ঠ শ্রেণী থেকে পরীক্ষা থাকবেনা। শুধু দশম শ্রেণীতেই পরীক্ষা নেওয়া হবে। সৃজনশীল ভাবে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাক সেটাই সরকারের লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসির নতুন ঋণ স্বপ্ননীড়ের উদ্বোধন
পরবর্তী নিবন্ধআর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ইউএসটিসি ব্যবসায় প্রশাসন অনুষদের পার্পেল ফেস্টিভ্যাল