বিএইচবিএফসির নতুন ঋণ স্বপ্ননীড়ের উদ্বোধন

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

সম্প্রতি নতুন একটি অর্থায়ন প্রোডাক্ট বাজারে এনেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। প্রোডাক্টটির নাম দেয়া হয়েছে স্বপ্ননীড়। গত রবিবার রাজধানীর বিএইচবিএফসি ভবনে প্রোডাক্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)র সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এবং অন্যান্য পরিচালকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএইচবিএফসির ঊর্ধ্বতন নির্বাহী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার রিপোর্টারগণ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তাকর্মচারীবৃন্দ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথি শেখ মোহাম্মদ সলীম উল্লাহ স্বপ্ননীড় শীর্ষক গৃহ নির্মাণ অর্থায়ন প্রোডাক্টটি অভিষ্ঠ জনগোষ্ঠী, তথা সরকারিবেসরকারি শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী, নিবন্ধিত স্বাস্থ্যকর্মী, ল্যাব এসিস্ট্যান্ট ও বিভিন্ন সরকারিবেসরকারি দফতরে কর্মরত নিন্ম আয়ের চাকুরিজীবীদের স্বপ্নের গৃহ নির্মাণে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতামাকুমণ্ডি লেইন বণিক সমিতির অগ্নি প্রতিরোধ বিষয়ক মতবিনিময়
পরবর্তী নিবন্ধসিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা