মীরসরাইয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল। এসময় তিনি বলেন, মীরসরাইয়ে এখন অনেক পতিত জমিতে নতুন নতুন ফসল উৎপাদন হচ্ছে যা দেখে আমি আপ্লুত। তিনি কৃষি বিভাগকে বিভিন্ন কার্যকর উদ্যোগকে সফল করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সহকারি কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন, জোরারগঞ্জ থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, মীরসরাই থানার ওসি তদন্ত দীপ্তেশ চক্রবর্তী, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, বারইয়াহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, চেয়ারম্যান মাস্টার রেজাউল করিম, চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, নুরুল মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ২০২৩২৪ অর্থবছরে খরিপ ১/ ২০২৪২৫ মৌসুপে উফসী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধ২০ মে-২৩ জুলাই সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধকাল সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী