তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির অগ্নি প্রতিরোধ বিষয়ক মতবিনিময়

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

নন্দন কানন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির উদ্যেগে গত ১৯ মার্চ অগ্নি প্রতিরোধ ও উদ্ধার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি সরওয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম ও সহকারী পরিচালক আবদুল মালেক। বক্তব্য দেন, নন্দনকানন ফায়ার স্টেশনের ইনচার্জ মো. আলী ও সমিতির সিনিয়র সহসভাপতি মো. ফারুক আজম, সহ সভাপতি মো. সেলিম, সহসাধারণ সম্পাদক তৌহিদুল আলম, শওকত আজিজ, ওমর ফারুক, জসিম উদ্দিন, ছাদেক হোসাইন, মাঈনুদ্দিন, মিনহাজ উদ্দিন, মিনহাজুল আবেদীন, আব্দুর ছফুর নয়ন, সাদ্দাম হোসেন, আরিফ চৌধুরী, বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, অগ্নি প্রতিরোধে সকলকে সচেতন থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলেকচার ওয়ার্কশপ ও ফিল্ম সেশন চলচ্চিত্র পরিচালক রাজা সেন চট্টগ্রাম বিপ্লবের তীর্থভূমি
পরবর্তী নিবন্ধবিএইচবিএফসির নতুন ঋণ স্বপ্ননীড়ের উদ্বোধন