লেকচার ওয়ার্কশপ ও ফিল্ম সেশন চলচ্চিত্র পরিচালক রাজা সেন চট্টগ্রাম বিপ্লবের তীর্থভূমি

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

ভারতের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক রাজা সেন বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে মুক্তিকামী নাগরিকদের কাছে অনন্য দৃষ্টান্ত ও প্রেরণার উৎস হয়ে থাকবেন আজীবন। আর চট্টগ্রামতো বিপ্লবের তীর্থভূমি। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও সঙ্গীত ভবন, চট্টগ্রামের যৌথ আয়োজনে দুই দিনব্যাপী লেকচার ওয়ার্কশপ ও ফিল্ম সেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। সঙ্গীত ভবনে ও থিয়েটার ইনস্টিটিউটে গত ১৮ ও ১৯ মার্চ দুই দিনব্যাপী এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনায় মূখ্য আলোচক ছিলেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজা সেন। অনুষ্ঠানের ১ম দিন সঙ্গীত ভবনে রাজা সেনের পরিচিতি পর্ব ও তাঁকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এরপরে অনুষ্ঠিত হয় মিট দ্য ডিরেক্টর পর্ব। এই পর্বে রাজা সেন দর্শকদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তাঁর সামগ্রিক শিল্পী জীবন তুলে ধরেন। দ্বিতীয় দিন থিয়েটার ইনস্টিটিউটে বঙ্গবন্ধুকে নিয়ে রাজা সেন পরিচালিত ‘সহস্রাব্দের সেরা বাঙালি’ প্রামাণ্য চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রটি প্রদর্শনীর পর রাজা সেন দর্শকদের বিভিন্ন প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শেষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফজল হোসেন। একই দিন সন্ধ্যায় চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের অভিষেকও অনুষ্ঠিত হয়। দুই দিনের এই অনুষ্ঠানে সঙ্গীত ভবনের সভাপতি অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের উপদেষ্টা অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক গিয়াস উদ্দিন চৌধুরী
পরবর্তী নিবন্ধতামাকুমণ্ডি লেইন বণিক সমিতির অগ্নি প্রতিরোধ বিষয়ক মতবিনিময়