আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ইউএসটিসি ব্যবসায় প্রশাসন অনুষদের পার্পেল ফেস্টিভ্যাল

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩৩ পূর্বাহ্ণ

ইউএসটিসির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে গত ১৮মার্চ ইউএসটিসি ক্যাম্পাসে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে পার্পেল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘একসেলারাইটিং উকুইলিটি এন্ড এন্ট্রেপেনিউরশীপ ’। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য় প্রফেসর ড. নুরুল আফসার, প্রফেসর ড. নওসাদ আমিন, নারী উদ্যেক্তা শাহেলা আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসা প্রসাশন বিভাগের ভারপ্রাপ্ত ডীন ড. মোহাম্মদ শাহাবুদ্দিন। বক্তব্য রাখেন ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান চন্দ্রা দাস , সহকারী অধ্যাপক রুপম চৌধুরী। শেষে ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ষ্টল প্রদর্শন করে।ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের আহবায়ক ফাহমিদা আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধকাগতিয়া মাদরাসা মহানগর ক্যাম্পাসে দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ