কাগতিয়া মাদরাসা মহানগর ক্যাম্পাসে দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসা চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসের আসন্ন দাখিল পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ বায়েজিদস্থ গাউছুল আজম কমপ্লেঙে মাদরাসা মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী অভিভাবকসহ সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ও অভিভাবকদের বক্তব্যে মাদরাসার সার্বিক বিষয়ে সকলে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। প্রতিষ্ঠানের পক্ষ হতে আসন্ন রমজান উপলক্ষে শিক্ষার্থীদের পাঠ পরিকল্পনা ও সার্বিক দিক নির্দেশনামূলক বক্তব্য করেন কাজী সিরাজুল মোস্তফা ঈমন, মৌলানা আবু বকর, মৌলানা মোবারক হোসেন, মৌলানা আব্দুল কাদের প্রমুখ। উপস্থিত সকলে প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও পাঠোন্নয়ন এবং গৃহীত সফলতম উদ্যোগের জন্য অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের প্রাণপ্রদীপ খলিলুল্লাহ আওলাদে মোস্তফা (.), খলিফায়ে রাসুল হযরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর এর রুহানি ফয়ুজাত কামনা এবং অধ্যক্ষের বিমার শেফা ও হায়াতে খিজরী সহ সার্বিক সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ইউএসটিসি ব্যবসায় প্রশাসন অনুষদের পার্পেল ফেস্টিভ্যাল
পরবর্তী নিবন্ধবাজার মনিটরিংয়ে ব্যর্থতার জন্য রোজার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি