বাজার মনিটরিংয়ে ব্যর্থতার জন্য রোজার আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

মতবিনিময়সভায় ডা. শাহাদাত

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাজার মনিটরিংয়ে ব্যর্থতার কারণে রোজার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর দামে ঊর্ধ্বগতি। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ। যথাযথভাবে বাজার মনিটরিং না হওয়ার কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বেশি মুনাফার লোভে আজ প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি করেছে।

তিনি গতকাল সোমবার দলীয় কার্যালয় নাসিমন ভবনে চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলের ১৫ টি থানার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, এই সরকারের সময় শেষ হয়ে এসেছে। চট্টগ্রাম মহানগর সিএনজি অটোরিকশা চালকদের নেতৃবৃন্দদেরকে আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ সরকারের জুলুমনির্যাতনের সাধারণ মানুষ অতিষ্ঠিত। মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। পিছনে যাওয়ার সুযোগ নেই। আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা কত হবে। চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলের সভাপতি নুর মিয়া মধুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহানগর চালক দল নেতা মো. রাকিব, মো. নুরনবী, মো. কবির, মো. খোকন, মো. বেলাল, মো. মহসিন, মো. আলমগীর, মো. শাহিন, মো. জামাল, মো. জহির, মো. কাজল, মো. মহরম, মো. রফি, মো. শওকত, মো. মামুন, মো. আলী, মো. নুরুল আলম, মো. সেলিম, মো. জাকির প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাগতিয়া মাদরাসা মহানগর ক্যাম্পাসে দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু শোষিত মানুষের মুক্তির আলোকবর্তিকা