মশাবাহিত রোগের ঝুঁকিতে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ : গবেষণা

| শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৮:৫৬ পূর্বাহ্ণ

একুশ শতকের শেষ নাগাদ বিশ্বের অর্ধেকের বেশি জনসংখ্যা ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের ঝুঁকিতে আছে, এমনই সতর্কবার্তা দিয়েছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক দশকে উত্তর ইউরোপ ও বিশ্বের অন্যান্য অঞ্চলে মশাবাহিত বিভিন্ন মহামারী ছড়িয়ে পড়বে, যার উদ্দীপক হিসেবে কাজ করবে বৈশ্বিক উষ্ণতা। খবর বিডিনিউজের।

যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ)’র প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ২০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো গত বছর দেশটিতে ম্যালেরিয়া সংক্রমণের ঘটনা দুই হাজার স্পর্শ করেছে। সংস্থাটি বলছে, ২০২৩ সালে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে ম্যালেরিয়া সংক্রমণের ঘটনা ছিল ২০০৪টি, যেগুলোর মূল উদ্দীপক ছিল বিদেশ ভ্রমণ। সে তুলনায় ২০২২ সালে এ সংখ্যা ছিল ১৩৬৯টি। ইউকেএইচএসএ’র তথ্য অনুসারে, উত্থানের সম্পৃক্ততা আছে বিভিন্ন দেশে নতুন করে ম্যালেরিয়া সংক্রমণ মাথা চাড়া দিয়ে ওঠা ও মহামারীর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বিদেশে ভ্রমণের প্রবণতা বেড়ে যাওয়ার সঙ্গে। এদিকে, গত দুই দশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও’র কাছে ডেঙ্গুর ঘটনা সংশ্লিষ্ট অভিযোগ বেড়েছে ১০ গুণ, যেখানে ২০০০ সালে এমন অভিযোগের সংখ্যা ছিল মাত্র পাঁচ লাখ। আর ২০১৯ সালে তা ছাড়িয়েছে ৫০ লাখ।

পূর্ববর্তী নিবন্ধরাফার দিকে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ, গ্রেপ্তার কয়েকশ