সঠিক নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে দরকার ঐক্যবদ্ধ ভূমিকা

দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের ঈদ পুনর্মিলনীতে মতিন

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেছেন, প্রচলিত পদ্ধতিতে নির্বাচন কমিশন স্বাধীন ও অর্থবহ নয়। যার কারণে দেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচন ও বিগত নির্বাচনে দেশের অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ শূন্য ছিলো। এ নির্বাচন ব্যবস্থা জনগণকে ভোটের প্রতি নিরুৎসাহিত করছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে। সঠিক নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে সকলের ঐক্যবদ্ধ ভূমিকা সময়ের দাবি।

গত ৭ মে শনিবার পটিয়াস্থ একটি কমিউনিটি হলে ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা দক্ষিণ জেলার ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাযী হাফেজ আহমদ আলকাদেরীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ।

উদ্বোধক ছিলেন সৈয়দ মুফতি সুলতানপুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, সাংগঠনিক সচিব মোজাফফর আহমদ মোজাদ্দেদী, কাজী সোলাইমান চৌধুরী, রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ তৈয়ব আলী, গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, জামাল উদ্দীন রাব্বানী, এইচ এম এনামুল হক, আব্দুল্লাহ আল জাবের। উপস্থিত ছিলেন আলী হোসাইন, মামুন উদ্দিন ছিদ্দিকী, আরিফুল হক রানা, নূরের রহমান রণি, নুর উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উপহার পেল গাউসিয়া কমিটির নারী মানবিক টিম