গরমে সন্তানদের নজরে রাখুন

রাউজানে ছাতা ও ফল বিতরণে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | বুধবার , ১ মে, ২০২৪ at ৬:৪৭ পূর্বাহ্ণ

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ রাউজানের শ্রমজীবী মানুষের মাঝে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি ছাতা ও ফল বিতরণ করেন। গতকাল মঙ্গলবার এই কর্মসূচির আয়োজন করে যুবলীগ রাউজান উপজেলা শাখা। এসময় যুবলীগের এই কর্মসূচিতে নেতাকর্মীরা পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করেন।পৌরসদরের মুন্সিরঘাটায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ফজলে করিম চৌধুরী এমপি বলেন, গরমের মধ্যে খাদ্যাভ্যাস বদলাতে হবে। নিজেদের সন্তানদের প্রতি নজর রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে বিনাকারণে রোদের মধ্যে দৌড়াদৌড়ি না করে সেদিকে শিক্ষক অভিভাবকদের খেয়াল রাখতে হবে। পথ ঘাটের পোড়া ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। যতদুর রসালো ফল খেতে হবে ।

উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ এতে সভাপতিত্ব করেন।আহসান হাবীব চৌধুরী হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি বক্তব্য ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। শুভেচ্ছা বক্তব্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার সোহেল। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমেদ চৌধুরী, বশির উদ্দিন খান, প্যানেল মেয়র অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত, নুরুল ইসলাম শাহজাহান, মফজ্জল হোসেন, শওকত হোসেন, সারজু মো. নাছের, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আজাদ হোসেন, তপন দে, দিপলু দে দিপু,সোলেমান বাদশা,জিয়াউল হক রোকন, আবু ছালেক, আজাদ খাঁন, সবুজ দে , সাবের হোসেন, তারেক চৌধুরী, এমরান হোসেন মনির, লোকমান হাকিম চৌধুরী, আবুল হোসেন বাবু,ওয়াহেদ বাবলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধওড়িশী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানে গ্যেটে ইনস্টিটিউটের পরিচালক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব