সঙ্গীত মানুষের মনকে বিকশিত করে

অদিতির বসন্ত উৎসবে মাহতাব

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

অদিতি সঙ্গীত নিকেতনের দু-দশক পূর্তি উপলক্ষে ১৭ মার্চ হতে তিন দিনব্যাপী কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে ভারতীয় সহকারী হাই কমিশনারের সহযোগিতায় তিন দিনব্যাপী বসন্ত উৎসব শুরু হয়েছে। সংগঠনের উপদেষ্ঠা রাখাল চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্‌্ি‌দন চৌধুরী।
অনুষ্ঠানে মানবিক পুলিশের জন্য ডিসি উত্তর বিজয় বসাক ও করোনা মেডিসিন ব্যাংক ও করোনা ফুড ব্যংকের উদ্যোক্তা ডা. মেজবাহ উদ্দিন তুহিনকে সংবর্ধিত করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন শাহেদ, সবিতা বিশ্বাস, ইলিয়াছ, জামশেদ আলী, মাহাবুব রহমান, সুবাস দে। এতে বক্তারা বলেন, সঙ্গীত মানুষের যেমন মনকে বিকশিত করে তেমনি সন্তানরা মাদকাসক্ত না হয়ে আমাদের সংস্কৃতিকে গ্রহন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট মোড়ে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধ‘স্বাস্থ্যবিধি ও শিষ্টাচার না মানলে বড় বিপদ আসন্ন’