শিক্ষার্থী বান্ধব পরিবহন ব্যবস্থা চাই

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

স্বাধীনতার পরে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়া জেলা শহর থেকে ২৪ কিলোমিটার এবং ঝিনাইদহ জেলা শহর থেকে ২২ কিলোমিটার দূরে দুই জেলার সীমান্তে অবস্থিত সবুজে ঘেরা এই ক্যাম্পাস। শিক্ষার্থীদের জন্য পূর্ণ আবাসিকতা না থাকায় শিক্ষার্থীদের একটি বড় অংশ কুষ্টিয়া এবং ঝিনাইদহ শহরে থাকেন। যে কারণে এটি এক প্রকার পরিবহন নির্ভর ক্যাম্পাস। প্রতিদিন দুই শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং ভাড়া করা বাসে যাতায়াত করে ৫৬ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। শিক্ষকদেরকে জন্য আলাদা এসি বাস রয়েছে। বিশ্বদ্যিালয়ের নিজস্ব বেশ কিছু বড় বাস এবং দ্বিতল বাস রয়েছে। সবগুলো দ্বিতল বাস শিক্ষার্থীদের জন্য দেওয়া হলেও অধিকাংশ বড় বাস কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দেওয়া হয়েছে অল্প কয়েকটি বাস। প্রায় সময়ই শিক্ষার্থীদের দেওয়া বাসগুলোতে স্থানীয় লোক জনেরা যাতায়াত করে। যার কারণে শিক্ষার্থীদের সীট ছাড়াই যাতায়াত করতে হয়। এমনকি ভাড়া করা বাসগুলো বিভিন্ন স্টপেজে থামিয়ে ভাড়ার বিনিময়ে যাত্রী উঠানো হয়। আবার অনেক সময় শিক্ষার্থীরা বাসের ড্রাইভার ও কর্মকর্তাদের দ্বারা নিগৃহীত হয়। তাই শতভাগ শিক্ষার্থী বান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

আবুল বাশার

শিক্ষার্থী, আলহাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

পূর্ববর্তী নিবন্ধপ্রমথনাথ বিশী : সাহিত্যিক ও মননশীল গবেষক
পরবর্তী নিবন্ধইচ্ছার অনুর্বর বাগিচা