রবীন্দ্রনাথকে ধারণ করে সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে

লেডিস ক্লাবের আনন্দ উৎসবে আলোচকরা

| বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লেডিস ক্লাবের ঈদ পুনর্মিলনী, নববর্ষ ও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে গতকাল বুধবার আনন্দ উৎসব উদযাপিত হয়। উৎসবে গান, কবিতা, কথামালা, আবৃত্তি ও নৃত্যে মেতে উঠেন ক্লাব সদস্যারা। শাহানারা আক্তার জাহানের নেতৃত্বে ‘এসো হে বৈশাখ’ উদ্বোধনী সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি খালেদা আউয়াল।

মর্জিনা আখতারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন বোরহানা কবির। কথামালায় অংশ নেন ড. জয়নব বেগম, প্রফেসর সালমা রহমান, মেহের আফরোজ হাসিনা। বক্তারা বলেন, সম্প্রীতির আলোয় রাঙা ঐতিহ্যবাহী পর্বগুলো বাঙালি জাতির প্রাণের সংস্কৃতি ও কৃষ্টি। এর সাথে বৈশাখ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ মাসে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরকে ধারণ করে সমাজ বিনির্মাণে একযোগে অসাম্প্রদায়িক চেতনায় কাজ করতে হবে।স্বরচিত ও কবির কবিতা থেকে আবৃত্তি করেন পারভিন জালাল, সাবিহা মুসা, পারভিন চৌধুরী, আক্তার বানু ফ্যান্সী, ইসমত আরা নীলিমা, লায়লা ইাহিম বানু, নাছিমা শওকত প্রমুখ।গান পরিবেশন করেন রবিউল হক, সালমা রহমান, রোকেয়া আহমেদ, শাহানারা আক্তার জাহান, রেহেনা আক্তার জাহান। বিশ্বকবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সৈয়দা শামীম কাদের সুরমা, কোহিনুর হোসাইন, ডা. হাফসা সালেহ, রোকেয়া আকতার বারী, শামীম আরা আহাদ, হাজেরা আলম মুন্নী, সামসুন নাহার আনোয়ার, আশরাফুন্নেসা, মাহমুদা বেগম রুলী, ফরিদা ফরহাদ, সালমা সাদেক, শাহরিয়ার ফারজানা, সাহানা আখতার বীথি, আফরোজা মায়া, আফরোজা বুলবুল তাহের, মরিয়ম বেগম, নাজমা সাইদা বেগম, ফারহানা হক, রোকেয়া চৌধুরী, রোকেয়া জামান, রওশন আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম শাখার উপদেষ্টা পরিষদ গঠিত
পরবর্তী নিবন্ধমানবিকতার প্রসারে যুব কার্যক্রম বেগবান করতে হবে : মেয়র