দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম শাখার উপদেষ্টা পরিষদ গঠিত

| বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:১৭ পূর্বাহ্ণ

জামালখানস্থ চিটাগাং সিনিয়র ক্লাব ডাইনিং হলে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম শাখার নির্বাহী কমিটির ১ম সভা সোসাইটির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সোসাইটির কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আবু বকর সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১ মিনিট নীরবতা পালন ও তার রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন নির্বাহী সদস্য আবু জাফর।

সোসাইটির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক সিরাজুল হক আনসারীর সঞ্চালনায় ক্লাবের ব্যাংক স্থিতি ও হিসাব নিকাশ পেশ করেন ১ম যুগ্ম সম্পাদক অধ্যাপক দিলীপ কান্তি দাশ ও কোষাধ্যক্ষ মোহসিন আলী মহসিন। সভায় সর্বসম্মতিক্রম সোসাইটি ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়। উপদেষ্টা কমিটির সদস্য হলেন এম এ মোতালেব এমপি, এম এ আউয়াল, প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী, লায়ন নাদের খান, এহসানুল হায়দার চৌধুরী বাবুল, এমদাদ হোসাইন, মো. আবু হাশেম।

নগরীতে সোসাইটির নিজস্ব অফিস প্রতিষ্ঠা, সোসাইটিতে ভবিষ্যতে কর্মপন্থা ও কোরবানি ঈদের পরবর্তীতে নবনির্বাচিত কমিটির অভিষেক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন, ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী, লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক দিলীপ কান্তি দাশ, লায়ন মো. হারুন ইউসুফ, লায়ন মো. তাহের আহমদ, লায়ন মো. মোহছেন আলী মহসিন, পিনাকী দাশ, প্রফেসর ড. মোহাম্মদ আলী চৌধুরী, সাংবাদিক সিরাজুল করিম মানিক, লায়ন মো. আব্দুস সামাদ খান, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, নুরুল আরশাদ চৌধুরী, ডা. পরিতোষ বড়ুয়া, মো. আবু জাফর, আ ন ম ওয়াহিদ দুলাল, লায়ন ডা. দুলাল দাশ, লায়ন মো. নুরুল আলম, লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, লায়ন জাহাঙ্গীর মিঞা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসর্বজনীন পেনশন স্কিম নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথকে ধারণ করে সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে