চট্টগ্রামে স্টাডি ইন অস্ট্রেলিয়া এক্সপোতে ব্যাপক সাড়া

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউতে আয়োজিত স্টাডি ইন অস্ট্রেলিয়া এক্সপোতে গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। মেন্টরস চট্টগ্রামের উদ্যোগে এই শিক্ষা মেলা আয়োজন করা হয়েছে। এই শিক্ষা মেলাটিতে অংশগ্রহণ করেছে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ১২ টি বিশ্ববিদ্যালয় যেমন : ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, ম্যাকুয়েরি ইউনিভার্সিটি, কার্টিন ইউনিভার্সিটি, ডিকিন ইউনিভার্সিটি, চার্লস ডারউইন ইউনিভার্সিটি ছাড়াও রয়েছে আরও কিছু স্বনামধন্য ইউনিভার্সিটি।

এ সকল ইউনিভার্সিটির প্রতিনিধিগণ সঠিক পরামর্শ দিয়ে এবং ভর্তির যোগ্যতা যাচাই করে আগ্রহী শিক্ষার্থীদের স্পট এডমিশনের সুযোগ করে দিয়েছে। শিক্ষার্থীরা তাদের ভর্তির যোগ্যতা অনুযায়ী তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

এছাড়াও মেধাভিত্তিক স্কলারশিপও প্রদান করা হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল সম্পূর্ণ অস্ট্রেলিয়া এক্সপো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রযুক্তির বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানে জোর দিতে হবে
পরবর্তী নিবন্ধসিভাসুতে ফুড ফেস্টিভ্যাল ও সাংস্কৃতিক অনুষ্ঠান