চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

| বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে গত ৮ মে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ‘বাঁচিয়ে রাখি মানবতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদযাপিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারী মো. আসলাম খান। উপস্থিত ছিলেন হাসান মুরাদ বিপ্লব, রাইসুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী পিন্টু, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, শাহাদাত হোসেন রুমেল, ইউনিট লেভেল অফিসার, আবদুল মান্নান, সৌমিত্র চৌধুরী, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, আলী হায়দার সায়মন, আশরাফউদ্দৌলা সুজন, নাসিং কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার, নিয়তি মহাজন, রফিকুল কাদের, কৃষ্ণ দাশ প্রমুখ।

এ উপলক্ষে শান্তি র‌্যালির আয়োজন করা হয়। উদযাপনের অংশ হিসেবে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়। পরবর্তীতে ফাতেমা বেগম ব্লাড ব্যাংকে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনে ব্লাড ব্যাংকে রক্তদান কর্মসূচি পরিচালনা করা হয়। এতে জেলা ইউনিটের সেক্রেটারী ও কার্যকরী পর্ষদ সদস্যরা স্বেচ্ছাসেবীদের নিয়মিত রক্তদানে উৎসাহী করেন। জেলা পরিষদ চেয়ারম্যান স্বেচ্ছাসেবীদের কার্যক্রমের প্রশংসা করেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি স্বেচ্ছাসেবীদের মানবিক বিশ্ব গঠনে আরো বেশি কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ৫০০ চা গাছ উপড়ে ফেলল দুষ্কৃতকারী
পরবর্তী নিবন্ধহজের প্রথম ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৯ যাত্রী