ফটিকছড়িতে ৫০০ চা গাছ উপড়ে ফেলল দুষ্কৃতকারী

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:১৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে মোহাম্মদ নগর চা বাগানে প্রায় ৫/৬ লাখ টাকার ৫ শতাধিক চা গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত ৪ মে উপজেলার নারায়ণহাট ইউপির ইদিলপুর মোহাম্মদ নগর চা বাগানে ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে ওই চা বাগানের ব্যবস্থাপক শংকর কুমার নায়েক বাদী হয়ে ভূজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে চা বাগানের ব্যবস্থাপক শংকর কুমার বলেন, ২ মে আমাদের বাগানের ভিতরে ঢুকে স্থানীয় চন্দন নামের এক ব্যক্তির গরু চা চারাগাছ নষ্ট করে। পরে গরুটিকে বাগানের চৌকিদার আবু তাহের আটকে রেখে পরে গরুর মালিক চন্দনকে বুঝিয়ে দেয়। চন্দন ওই ঘটনার পরে ৪ মে বাগানের প্রায় ৫/৬ লাখ টাকার ৫ শতাধিক ৪ বছর বয়সী চা চারা গাছ উপড়ে ফেলে। চারা গাছ উপড়ে ফেলার সময় দারোয়ান তাহের দেখে ফেললে সে (চন্দন) পালিয়ে যায়। পরে এ বিষয়ে ভূজপুর থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসেছে। এছাড়াও এর আগে কে বা কারা বাগানের ভিতরের ৩টি বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়।

বাগানের চৌকিদার মো. আবু তাহের বলেন, আমি এবং ইয়াছিন সকালে ডিউটিতে যাচ্ছিলাম। এমন সময় বাগানে লোক দেখে দৌঁড়ে যাই। পরে সেখানে গিয়ে দেখি চন্দন চা চারা গাছ উপড়ে ফেলছে। পরে সে আমাদের দেখে দৌঁড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, চন্দন নামের এক ব্যক্তির বিরুদ্ধে চা গাছ উপড়ে ফেলার লিখিত অভিযোগ দিয়েছে মোহাম্মদ নগর চা বাগান। বিষয়টি তদন্তাধীন আছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা নেয়া হবে। তবে, বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত চন্দন।

পূর্ববর্তী নিবন্ধবেয়াই বাড়ি যাওয়ার পথে অসুস্থ হয়ে বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন