সংবাদ সম্মেলন বাতিল করলো বাফুফে

স্পোর্টস ডেস্ক

মেসিদের বাংলাদেশ সফর | বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৫০ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার বাংলাদেশ সফর ইস্যুতে গতকাল বুধবার সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর তাই বাফুফে ভবনে ভিড় করেছিলেন গণমাধ্যমকর্মীরা। তবে সংবাদ সম্মেলন স্থগিত করে দেয় বাফুফে। বাফুফের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আগমন) সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে।

বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।’

এদিকে আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসএর সাংবাদিক গাস্তুন আদুন আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে জল্পনাকল্পনার প্রসার দেখেই নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। নিজের সেই পোস্টে আদুন লেখেন, জুনে খেলার জন্য আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি।

এএফএ আপাতত লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অন্যকিছু ভাবছে না।

পূর্ববর্তী নিবন্ধব্যাটিংয়ে মনোযোগ পেসার তাসকিনের
পরবর্তী নিবন্ধকাবাডিতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া চ্যাম্পিয়ন