কর্ণফুলী ব্রিজের কাছে ভলগেট ডুবি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:২৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী ব্রিজের কাছে বালিবাহী একটি ভলগেট ডুবে গেছে। কর্ণফুলী নদীতে ভলগেট চলাচল নিষিদ্ধ হলেও এগুলোর বেপরোয়া চলাচল দিন দিন বৃদ্ধি পেয়েছে। ভলগেট চলাচল এবং ভলগেট ডুবি স্বাভাবিক নৌ চলাচলের জন্য বড় ধরনের হুমকির সৃষ্টি করছে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্দর সূত্র জানিয়েছে, বন্দর চ্যানেলসহ কর্ণফুলী নদীতে ভলগেট চলাচল নিষিদ্ধ। কিন্তু এগুলো চুরি করে চলাচল করে। ভলগেট চলাচল বন্ধ করতে কর্তৃপক্ষ আরো কঠোর হবে বলে বন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণ বাস্তবে সাড়ে ৫ লাখ কোটি টাকা, দাবি সিপিডির
পরবর্তী নিবন্ধইউনূসের জামিনের মেয়াদ বাড়ল