শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেটে আরজু মনি ও রোজী জামাল দলের জয়লাভ

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:২৮ পূর্বাহ্ণ

মুজিব শতবর্ষ শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেটের দুটি খেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় আরজু মনি-জুনিয়র ক্রিকেট একাডেমি ৪৭ রানে আব্দুর রব সেরনিয়াবাত-চিটাগাং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের অভিজিত ৪ উইকেট সংগ্রহ করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য এ.কে.এম আবদুল হান্নান আকবর। দ্বিতীয় খেলায় রোজী জামাল-আফতাব ক্রিকেট একাডেমি ৬ উইকেটে কর্ণেল জামিল উদ্দিন-কোয়ালিটি ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের খেলোয়াড় মো. মাহিন ২২ বলে ৫১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তাকে ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য ও কোভিড-১৯ যোদ্ধা ডা. বিদ্যুৎ বড়ুয়া।
আজ ২৭ ডিসেম্বর ১ম খেলায় আব্দুর রব সেরনিয়াবাত-চিটাগাং ক্রিকেট একাডেমি বনাম সুলতানা কামাল-ব্রাদার্স ক্রিকেট একাডেমি এবং ২য় খেলায় রোজী জামাল-আফতাব ক্রিকেট একাডেমি বনাম শেখ আবু নাসের-এস.এস ক্রিকেট একাডেমি পরস্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষ টি-২০ ক্রিকেটে দুটি খেলা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবিজয় দিবস উন্মুক্ত সাইক্লিং প্রতিযোগিতায় চট্টগ্রামের স্বর্ণ ও রৌপ্য পদক লাভ