আইনের শাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

চবিতে সেমিনারে উপাচার্য

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের বাংলাদেশ কপিরাইট অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কপিরাইট আইন, ২০২৩ এর প্রয়োগ ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার গত ২৩ মে চবি আইন অনুষদের এ কে খান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্যদ্বয়। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার অব কপিরাইটস (অতিরিক্ত সচিব) মো. দাউদ মিয়া। মুখ্য আলোচক ছিলেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, বিশেষ আলোচক ছিলেন আইন বিভাগের প্রফেসর মো. মোর্শেদ মাহমুদ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মুদ্রণ ও প্রকাশনা অধ্যয়ন বিভাগের খণ্ডকালীন শিক্ষক ও কপিরাইট বিশেষজ্ঞ খান মাহবুব। অন্যদের মধ্যে বক্তব্য দেন, চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী এবং বাংলাদেশ কপিরাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। উপাচার্য বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সর্বক্ষেত্রে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে দৃশ্যমান ভূমিকা রাখার আহ্বান জানান। সেমিনারে নিবেদন প্রিন্টার্সের স্বত্বাধিকারী ও চবি সিনেট সদস্য মোহাম্মদ মুহিউদ্দিন শাহ আলম নিপু। সঞ্চালনা করেন নুসরাত নওরিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্ট শ্রমিক তারকামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবুদ্ধের শিক্ষা সর্বজনীনভাবে শান্তির পথ দেখায় আমাদের