বুদ্ধের শিক্ষা সর্বজনীনভাবে শান্তির পথ দেখায় আমাদের

বায়েজিদে আলোচনা সভায়আবদুচ ছালাম এমপি

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ লাভের স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা তিথিতে বায়েজিদ থানা কেন্দ্রীয় শান্তিকুঞ্জ বৌদ্ধ বিহারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবদুচ ছালাম এমপি। তিনি তার বক্তব্যে বলেন, প্রত্যেক ধর্মই শান্তির কথা বলে এবং ধর্মযাজকেরা শান্তি প্রতিষ্ঠার জন্যই ধর্ম প্রচার করেছেন। গৌতম বুদ্ধ শান্তি লাভের জন্য সামাজিক সাম্য, সর্বজীবের প্রতি করুণা, পারস্পরিক সহমর্মিতা, মৈত্রী পোষণ এবং ত্যাগকে প্রাধান্য দিয়েছেন। তার শিক্ষা ও উপদেশ সার্বজনীনভাবে আমাদেরকে শান্তির পথ দেখায়। তার জন্ম, বোধি লাভ ও নির্বাণ লাভের দিনটি তাই বিশেষ তাৎপর্য বহন করে।

ভদন্ত জগত জ্যোতি মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন ভদন্ত বিপুলবংশ মহাস্থবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভদন্ত লোকানন্দ মহাস্থবির, ভদন্ত সত্যাপাল মহাথের, বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীসহ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইনের শাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধনবনির্বাচিত কার্যকরী পরিষদ ও নবীন আইনজীবীদের সংবর্ধনা