গার্মেন্ট শ্রমিক তারকামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

নগরীর রেলওয়ে অফিসার ক্লাবে গতকাল দিনব্যাপী গার্মেন্ট শ্রমিক তারকামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম। গিজ’র সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংগঠন সংশপ্তক এবং অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব) অনুষ্ঠানটির আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ নজরুল ইসলাম বলেন, এখানে সবাই তারকার মতো উজ্জ্বল হয়ে আছেন। আমি চাই সবাই যেন সারাজীবন এরকম উজ্জ্বল তারা হয়েই থাকেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংশপ্তক’র প্রধান নির্বাহী লিটন চৌধুরী এবং ওডেব’র কার্যনির্বাহী সদস্য এডভোকেট রুপম তালুকদার ও জিআই জেড’র এ্যাডভাইজার স্যাম হুসেইন ও আসাদ্দুজ্জামান মোহাম্মাদরুম্মন, সংশপ্তকের প্রোগ্রাম ফোকাল কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। ওডেব’র প্রোগ্রাম সমন্বয়কারী রতন দাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ওডেব’র প্রধান নির্বাহী শ্যামলী মজুমদার, মুসলিম চ্যারিটির কান্ট্রি কো অর্ডিনেটর ফজলুল করিম, বিলস এর সভাপতি নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ শাহীন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অধ্যাপক বিদুৎ কান্তি নাথ, বাংলাদেশী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোরশেদ আলম, শ্রমিক নেতা বাপ্পীদেব বর্মন প্রমুখ। পরে শ্রমিক ও শ্রমিকদের সন্তানদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজ ৯৩ ব্যাচের বার্ষিক মিলনমেলা
পরবর্তী নিবন্ধআইনের শাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে