চট্টগ্রাম কলেজ ৯৩ ব্যাচের বার্ষিক মিলনমেলা

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ ৯৩ ব্যাচের সকল বন্ধুদের নিয়ে গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কলেজ আড্ডারু নামক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে চকবাজার একটি রেস্তোরায় বার্ষিক মিলন মেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মোহাম্মদ জাকের হোসেনের সভাপতিত্বে সোহেল ও সুস্মিতার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন নুরুল বশর ভুঁইয়া ও মোহাম্মদ সাইফ উদ্দিন। আগামীর সাংগঠনিক কর্ম ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মোহাম্মদ কামরুল ইসলাম। স্মৃতি চারণ করেন রাসেল ও ডেলা।

এ সময় মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আড্ডারুর মিলন মেলা মানে আনন্দ গল্প গুজব তা নয়, আড্ডার আড়ালে মানুষ ও মানবতার কল্যাণে সবাইকে একত্রিত করে আগামীর সুন্দরপথ খুঁজে বের করা এবং একে অপরের দুঃখে পাশে দাঁড়ানো অন্যদিকে বন্ধুর স্বপ্ন পূরণের জন্য রাস্তায় দাঁড়িয়ে থেকে বন্ধুর কল্যাণে নিজকে আত্ম নিয়োগ করা। আয়োজনে সঙ্গীত শিল্পী সৈকত ও ফ্লোরার কণ্ঠে মাতানো গান সবাইকে মাতিয়ে রাখে। পরিশেষে সভাপতি সুন্দর আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধগার্মেন্ট শ্রমিক তারকামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান