সীতাকুণ্ডে চুলার আগুনে পুড়ল বসতঘর

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার বেলা সোয়া ১১টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর গ্রামের আবু তাহের মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ওই বাড়ির নার্গিস আক্তার মাটির চুলায় রান্না বসিয়ে বাহিরে গেলে হঠাৎ করে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পরে। ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, বাড়বকুণ্ড গ্রামের ভিতর একটি বসতঘরে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। বসতঘরের মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভিডিও ফুটেজে স্যুটকেসসহ এমপি আনারের ‘দুই কিলার’
পরবর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের সভা