প্রগতিশীল নাগরিক সমাজের সভা

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:৪৮ পূর্বাহ্ণ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরদ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল এগারোটায় উত্তর কাট্টলীস্থ আবাসিক কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা লায় হায়ার আলী চৌধুরী বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উভয়েই তাদের কবিতা, গান ও রচনা দিয়ে বাঙালি জাতি তথা সারা বিশ্বের অবহেলিত নির্যাতিত মুক্তিকামী মানুষের মুক্তির জয়গান গেয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ ও মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছেন। ক্ষণজন্মা এই দুই মহাপুরুষের নাম বাংলাদেশের মানুষের হৃদয়ের বিশাল অংশ জুড়ে জায়গা দখল করে আছে।

সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, হাসিনা আক্তার, মোহাম্মদ রুবেল, সবিতা রানী দে, বিষ্ণু দেবনাথ, কল্পনা দাশ ও রোজিনা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে চুলার আগুনে পুড়ল বসতঘর
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে এবার ভালো হয়নি আম-কাঁঠালের ফলন