শুনানিতে ডাকা হবে মিরাজ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৪২ পূর্বাহ্ণ

নানা নাটকীয়তার পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে মেহেদী হাসান মিরাজের বিরোধের অবসান হলেও ঘটনার রেশ শেষ হচ্ছে না এখনই। ঢাকায় ফেরার পর দুই পক্ষকেই শুনানিতে ডাকা হবে বলে জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিবি পরিচালক শেখ সোহেল জানান, ঘটনার পেছনের ঘটনা জানতে পদক্ষেপ নিচ্ছেন তারা। আমরা আলাপ-আলোচনা করেছি। সবার সঙ্গে কথা বলার পর আমরা যেটা দেখেছি, মিরাজেরও এখানে দোষ আছে, ম্যানেজমেন্টেরও দোষ আছে। দুই পক্ষই কিন্তু দোষী সাব্যস্ত হয়। ‘মিরাজ যে কাজটা করেছে, এত বড় মাপের খেলোয়াড় হয়ে, জাতীয় দলের খেলোয়াড় হয়ে টুর্নামেন্টের ভেতরে তার এমন ভূমিকা রাখা ঠিক ছিল না। তার অপেক্ষা করা উচিত ছিল। যেহেতু আমরা ডিসিপ্লিনারি কমিটি ছিলাম, একটু অপেক্ষা করতে পারত। ফ্র্যাঞ্চাইজিরও এখানে ঝামেলা আছে। ফ্র্যাঞ্চাইজিকেও ছাড় দেব না। শুনানি হবে কিছুদিনের মধ্যে। দুই পক্ষকে নিয়ে আমরা শুনানি করব।’ গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের মতে, এই ঘটনায় চোট লেগেছে বিপিএলের ভাবমূর্তিতে। অবশ্যই প্রত্যেকে দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি সেটা কেউ না করে, ভবিষ্যতে সে খেলোয়াড় হোক আর ফ্র্যাঞ্চাইজি, আমরা তাকে বিপিএলে রাখব না। এটাই আমরা করতে পারি। নয়তো আমরা কোনো শাস্তি দিতে পারি। কিন্তু এটাতো কোনো সমাধান নয়। আমরা দুই পক্ষকেই শুনানির জন্য ডেকেছি। দুইজনের কথাই শুনব। কাল কিন্তু আমরা বলাতেই দুই পক্ষ আলোচনা করে এটার সমাধান করেছে। মিরাজের মূল অভিযোগ ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান পরিচলন কর্মকর্তা (সিওও) সৈয়দ ইয়াসির আলমের বিরুদ্ধে। চট্টগ্রামের এই কর্মকর্তার সঙ্গেও তারা বসবেন বলে জানান ইসমাইল হায়দার মল্লিক।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশ ও নেমা একাডেমি সেমিতে
পরবর্তী নিবন্ধআ.জ.ম. নাছির উদ্দিনের মায়ের মৃত্যুতে শোক