বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান না বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

আরো একবার আইপিএল থেকে খালি হাতে ফিরতে হলো বিরাট কোহলি এবং তার দলকে। তাই স্বাভাবিক ভাবে মন ভালো নেই বিরাট কোহলির। আইপিএলে আরো একবার সেরা চারে উঠে বিদায় নিতে হয়েছে তার দল রয়েল চ্যালেঞ্জার্স ব্‌ঙ্েগালুরুকে। অথচ আসরের শুরুর দিকে পয়েন্ট টেবিলের তলানীতে থাকলেও শেষ দিকে প্রাণপণ লড়াই করে প্লেঅফে উঠেছিল বেঙ্গালুরু। এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরে কোহলি এখন বিষন্ন মনে। লম্বা নিশ্বাস নিয়ে দীর্ঘশ্বাস ফেলছেন তিনি। নীরবে কাটাচ্ছেন সময়। এমনকি বিশ্বকাপ খেলতে দলের প্রথম ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যেতে চান না কোহলি। পরে ভিসা করে খানিক বিলম্বে যাওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। আগামী ১ জুন এই ম্যাচ খেলবে দুই দল। তবে টাইগারদের বিপক্ষে ম্যাচটি খেলতে চান না কোহলি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন, তিনি দলের সঙ্গে পরে যোগ দেবেন। যে কারণে ভিসা অ্যাপোয়েন্টমেন্টও দেরিতে করেছেন কোহলি। আগামী ৩০ মে নিউইয়র্কের উদ্দেশে ভারত ছাড়বেন এই তারকা ক্রিকেটার। যে কারণে, এটি নিশ্চিত যে, ১ জুনের ম্যাচে থাকছেন না কোহলি। ইন্ডিয়া টুডেকে দেওয়া বিবৃতিতে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেছেন কোহলি আমাদের আগেই জানিয়েছিলেন যে, তিনি দেরিতে দলে যোগ দেবেন এবং সেই কারণেই বিসিসিআই তার ভিসা অ্যাপয়েন্টমেন্ট পরবর্তী তারিখের জন্য রেখেছে। ৩০ মে ভোরে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে উড়ে যাবেন বলে আশা করা হচ্ছে। বিসিসিআই তার অনুরোধে সম্মত হয়েছে। আগামী ১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপে অংশ নেবে মোট ২০ দল।

পূর্ববর্তী নিবন্ধ৩য় বিভাগ ফুটবল লিগের ফলাফল
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি ইনডোর গেমসের পুরস্কার বিতরণ