সাউদার্ন ইউনিভার্সিটি ইনডোর গেমসের পুরস্কার বিতরণ

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইনডোর গেমস এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) . শরীফ আশরাফউজ্জামান। সভাপতিত্ব করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান ও ডেপুটি রেজিস্টার আ..ম মোদাচ্ছের আলী। ক্রীড়া কর্মকর্তা সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মো. আবুল হাছান, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান শাকিনা সুলতানা পমি। মাসব্যাপী ইনডোর গেমসে দাবা, ক্যারম, লুডু, ডার্ট, ব্রিজ সহ বিভিন্ন ইভেন্টে ৫ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান না বিরাট কোহলি
পরবর্তী নিবন্ধদলের এমন পারফরম্যান্স কেউ প্রত্যাশা করেনি