ঘূর্ণিঝড় রেমালের প্রভাব চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:১৩ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় রেমাল গত রাতেই আঘাত হেনেছে বাংলাদেশের দক্ষিনাঞ্চলে। তবে চট্টগ্রামে তেমন আঁচ লাগেনি। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন বলতে গেলে স্থবির হয়ে গেছে। এই ঘুর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামে গত দুই দিন বৃষ্টি হয়েছে। যে বৃষ্টির কারনে গত শনিবার প্রথম বিভাগ ক্রিকেট লিগের শতাব্দী গোষ্ঠী এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাবের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিত্যক্ত হয়। গতকাল সকাল থেকে রোদ থাকলেও দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়। আর সে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের নিমতলা লায়ন্স ক্লাব এবং উল্লাস ক্লাবের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে দু দল এক পয়েন্ট করে ভাগাভাগি করে। তবে ক্রিকেট কমিটি আজ ২৭ মে থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলা সমূহ স্থগিত করেছে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হলে লিগের খেলা সমূহ পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছে সিজেকেএস এর প্রেস বিজ্ঞপ্তিতে। লিগের খেলা সমুহের নতুন তারিখ পরে জানানো হবে।

এদিকে গতকাল তৃতীয় বিভাগ ফুটবল লিগের দুটি খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে আজকের খেলা স্থগিত করা হয়েছে। আজ লিগের দুটি খেলা হওয়ার কথা ছিল। চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু জানিয়েছেন ঘূর্ণিঝড় রেমালের কারণে তৃতীয় বিভাগ ফুটবল লিগের আজকের খেলা দুটি স্থগিত করা হয়েছে। আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)। আর দিনের ২য় খেলায় মুখোমুখি হওয়ার কথা ছিল এফ এম সি স্পোর্টস এবং মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। তবে এই ম্যাচ দুটি আজকে আর হচ্ছেনা। ম্যাচ গুলো বডিলি শিফট হয়ে পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপে ভালো কিছু করার আশা হৃদয়ের
পরবর্তী নিবন্ধনির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কায় সংগঠকরা ১৬ পদে ২৩ জনের মনোনয়ন সংগ্রহ