সিএসইতে লেনদেন ৮.৩০ কোটি টাকা

আজাদী ডেস্ক | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৮.৩০ কোটি টাকা। ৩,৪৪৩ টি লেনদেনের মাধ্যমে মোট ২৯.০২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৭০.৪০ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,২৩২.৯৬ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৮.৮৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০২৮.২২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১২.৯৭ পয়েন্ট কমেছে, যা হলো ৯৯৩.৭৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৮.৭০ পয়েন্ট কমেছে যা হলো ৩,১৬৬.৪৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৮৭,৮০৬.৯৩ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৫,২৬৮.৫৫ কোটি টাকা। সিএসইতে ৬৪৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২১০ টির, এর মধ্যে দাম বেড়েছে ২৪ টির, কমেছে ১৬৫ টির আর অপরিবর্তিত রয়েছে ২১ টির।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচন হবে কিনা তা নিয়ে শঙ্কায় সংগঠকরা ১৬ পদে ২৩ জনের মনোনয়ন সংগ্রহ
পরবর্তী নিবন্ধদিল্লিতে শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডে ৭ নবজাতকের মৃত্যু