এসো মানবতার গান গাই

শ্রাবন্তী বড়ুয়া | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

এসো মানুষের জয়গান গাই

মানবতার গান গাই,

যুদ্ধ, দ্বন্দ্ব, হানাহানি মুক্ত

শান্তির বিশ্ব চাই,

এসো মানবতার গান গাই।

স্বার্থের সংঘাত ভুলে সবাই

এসো একসাথে হাতে হাত মিলাই,

সব বাধা বিঘ্ন পিছনে ফেলে

সামনে এগিয়ে যাই,

এসো মানবতার গান গাই।

চলো নিজেদের আশেপাশে একটু তাকাই

পথের ধূলায় লুটায় কত অসহায়,

যে যার সাধ্যমতো দিয়ে তাদের

কিছুটা দুঃখ ঘুচাই,

এসো মানবতার গান গাই।

অহিংসাসাম্যের বাণী দিয়ে

পৃথিবীতে শান্তির বীজ বুনে যাই,

ধনীগরীব আর জাতিভেদ ভুলে

শান্তির পতাকা উড়াই,

এসো মানবতার গান গাই।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধএই গরমে সচেতন হোন নিজেকে সুস্থ রাখুন