শিশুদের জ্ঞান-বিজ্ঞানে আগ্রহী করে তুলতে হবে

নীল আকাশে ঘুড়ির দেশের প্রকাশনা উৎসবে বক্তারা

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি আয়োজিত দীপক বড়ুয়ার গল্পগ্রন্থ ‘নীল আকাশে ঘুড়ির দেশে’-এর প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, যদিও শিশুসাহিত্য রচনা করা হয় আমাদের সমাজের ছোটো ছোটো ছেলেমেয়েদের মজা ও আনন্দদানের উদ্দেশ্যে তবু তার মধ্যে শিক্ষারও একটা সংযোগ থাকে। তাঁরা বলেন, শুধু আনন্দ দেওয়াই নয়, শিশুসাহিত্যের মাধ্যমে শিশুকে জ্ঞান-বিজ্ঞান- ইতিহাস এবং বিশ্ব-প্রকৃতিকে জানবার আগ্রহী করে তোলবার উদ্দেশ্যও শিশুসাহিত্যে বর্তমান।
গতকাল ২২ জুলাই চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ প্রফেসর রীতা দত্ত, গল্পকার সাংবাদিক বিপুল বড়ুয়া ও ছড়াশৈলী সম্পাদক কবি কাসেম আলী রানা। শুরুতে স্বাগত বক্তব্য দেন শিল্পশৈলী সম্পাদক প্রাবন্ধিক নেছার আহমদ। বক্তারা বলেন, সাহিত্যের ভাষা হতে হয় সহজ-সরল ও প্রাঞ্জল। যাতে সব মানুষের বোধগম্য হয়। দীপক বড়ুয়া এমন এক লেখক, যাঁর ভাষা ঝরনার মতো প্রবহমান। ছোটোদের জন্য রচিত গল্পে শিশু-কিশোরের প্রতি তাঁর ভালোবাসাই প্রকাশ পেয়ে থাকে। গল্পগুলোতে এমন কিছু অনুষঙ্গ থাকে, যে-গুলি শিশুকিশোরের মনোরঞ্জনে ভূমিকা পালনে সক্ষম। আবৃত্তিশিল্পী যারীন সুবাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সনজীব বড়ুয়া, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কথাসাহিত্যিক মিলন বনিক, লেখক এস এম মোখলেসুর রহমান, শৈলী সাহিত্য বুলেটিন সম্পাদক আজিজ রাহমান, কবি অমিত বড়ুয়া, ডা. কল্যাণ বড়ুয়া, প্রাবন্ধিক সঞ্জিত আলম, শিশুসাহিত্যিক অপু বড়ুয়া, গল্পকার ইফতেখার মারুফ, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, গল্পকার রুনা তাসমিনা, কবি বনশ্রী বড়ুয়া, কবি সেলীনা আকতার খানম, অধ্যাপক পিংকু দাশ, লেখক আলী আকবর বাবুল, কবি সনজিত দে, কবি আখতারুল ইসলাম, সাইফুল্লাহ কায়সার, সরওয়ার আরমান, গৌতম কানুনগো, গল্পকার শিপ্রা দাশ, হৃদয় হাসান, প্রদ্যোৎ বড়ুয়া, তসলিম খাঁ, রেবেকা সুলতানা, শামীমা আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘হেল্প’ মাদক নিরাময় কেন্দ্রে মাদকবিরোধী সম্মেলন
পরবর্তী নিবন্ধবৈশ্বিক মন্দাতেও দেশে একটি দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে