জিয়ার মৃত্যুবার্ষিকী ঘিরে বিএনপির ১৫ দিনের কর্মসূচি

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:২৭ পূর্বাহ্ণ

জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে তার দল বিএনপি। গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন। জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে এর মধ্যে।

ফখরুল বলেন, জিয়াউর রহমানকে স্মরণীয় করে রাখবার জন্য আমরা যে কর্মসূচি গ্রহণ করেছি, তার মধ্যে সভা, সেমিনার, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোকচিত্র প্রদর্শনীসহ আরো কর্মসূচি রয়েছে। শাহাদাত বার্ষিকীর দিন ৩০ মে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা নগরে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল হবে। ওইদিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অধনমিত রেখে কালো পতাকা তোলা হবে। বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে নিয়ে পোস্টার প্রকাশ করবে। বিভিন্ন দৈনিকে প্রকাশ করা হবে বিশেষ ক্রোড়পত্র। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধগণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগ নেতাদের অবদান স্মৃতির পাতায় আজও সমুজ্জ্বল
পরবর্তী নিবন্ধদক্ষ মানব সম্পদ তৈরিতে ইউসেপ কাজ করে যাচ্ছে